নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আটক ৫

নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার তেলিয়া শ্মশানঘাটসংলগ্ন একটি সবজির বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মোঃ তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মোঃ জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভারের ছেলে নাদিম মিয়া(২৭)।

তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, চারটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ তেলিয়া এলাকায় অভিযান চালায়।এ সময় ওই গ্রামের হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির শিমের (সবজি) বাগানের ভেতর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।তাদের মধ্যে রবিন ও তন্ময়ের  বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।