নভেল করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর অবশেষে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারকার। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে সুয়ারেজের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। সুস্থ হয়ে দলের অনুশীলনে সুয়ারেজ ফিরেছেন বলেও জানিয়েছে লা লিগার ক্লাবটি।
গত ১৭ নভেম্বর উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন সুয়ারেজের করোনা পজিটিভ হওয়ার খবর জানায়। করোনার জন্য ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে খেলা হয়নি উরুগুয়ে স্ট্রাইকারের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হন উরুগুয়ের গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও দলের একজন একজন কর্মকর্তা। তবে এবার এলো স্বস্তির খবর।
আজ শনিবার রিয়াল ভায়দোলিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। করোনামুক্ত সুয়ারেজের ম্যাচটি খেলার কথা রয়েছে।