যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক কক্ষে থাকা আট কিশোর অপরাধী পালিয়েছে। গতকাল রোববার রাত সোয়া ২টা দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় তারা। শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক আট কিশোর হচ্ছে- যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫) ও আবদুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪) ও সোহাগ শেখ (১৭), নড়াইলের মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের শাহ আলম (১৮) ও বরিশালের মাইনুর রহমান সাকিব (১৫)।
যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, কক্ষের দুর্বল জানালার কারণে ওই আট কিশোর পালিয়েছে। অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে এই আটজনকে একটি কক্ষে স্পেশাল কোয়ারেন্টিনে রাখা হয়েছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।