জামালপুরে সোনালী ব্যাংকের সকাল বাজার শাখা থেকে গ্রাহকের সাড়ে চার লাখ টাকা চুরির ঘটনায় চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) ভোরে ঢাকার গেন্ডারিয়া ১১নং লালচান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গার শেখপাল গ্রামে। সে ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন জানান, গত ৩০ নভেম্বর দুপুরে দলিল লেখক সুনু নাগের কর্মচারী সোহাগ সোনালী ব্যাংকের সকাল বাজার শাখায় সরকারি রাজস্বের জন্য সাড়ে চার লাখ টাকা জমা দিয়ে যায়। ব্যাংকের ক্যাশে টাকা জমা দেওয়ার সময় অভিনব কায়দায় চোরেরা পুরো টাকা হাতিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।
পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঢাকার গেন্ডারিয়া থেকে চোরচক্রের প্রধান আবুল কালামকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে চক্রটির আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন।
এদিকে টাকা চুরির ঘটনায় ওই দিনই বাদি হয়ে একটি মামলা দায়ের করেন দলিল লেখক সুনু নাগের কর্মচারী সোহাগ।