গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহীর ইনিংসের শুরু থেকেই খুব আগ্রাসী ওপেনার আনিসুল ইসলাম। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুজন মিলে প্রথম সাত ওভারে তুলেছেন ৬৭ রান। এর মধ্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আনিসুল। তাঁর হাফসেঞ্চুরিতে ছিল ছয় বাউন্ডারি ও দুই ছক্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান। উইকেটে ৫০ রানে অপরাজিত আছেন আনিসুল। ৪০ রানে অপরাজিত আছেন নাজমুল।
চলতি টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের একবারে তলানির দল বরিশাল। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তামিমের দল। পরাজয়ের বৃত্তে আটকে থাকা বরিশাল দুই পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে।
একইভাবে টুর্নামেন্টের শুরুটা দারুণ জয়ে করলেও ছন্দ ধরে রাখতে পারেনি রাজশাহী। টানা দুই জয়ের পর চার ম্যাচে জয়হীন নাজমুল হোসেন শান্তর দল। অবস্থান পয়েন্ট টেবিলের চার নম্বরে। তরুণ অধিনায়কের নেতৃত্বে ফের জয়ের ছন্দে ফিরতে মরিয়া রাজশাহী।
সব মিলিয়ে দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই। তবে শেষ পর্যন্ত জয়ের সুফল কে পায় সেটাই দেখার অপেক্ষা।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।