নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিচারিক (নিম্ন) আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। সেই আসামিরা হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন।
এ সংক্রান্ত আপিলের শুনানি নিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এম মোজাম্মেল হক রানা সিদ্দিকী ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান রহি।