ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ছেড়ে যাওয়ার পর শ্রীবিজয়া নামে একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়েছে। ওই উড়োজাহাজে সাতজন শিশু এবং ছয়জন ক্রু সদস্যসহ মোট ৫৬ জন আরোহী ছিল বলে জানা গেছে।
শনিবার উড়োজাহাজটি পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পোন্তিওনাকে যাত্রা করে নিয়ন্ত্রণ হারায়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র অদিতা এই তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীবিজয়া বিমান এ ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে।