জাবেদ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি:
পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না দেয়ায় শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
বুধবার (১৩ জানুয়ারি ) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন- কুড়িগ্রাম সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ৪ টি দাবি জানিয়েন। দাবিগুলো হলো- কোনো ভাবেই এক বছর লস মানি না,১ম,৩য়,৫ম,৭ম পর্বের ক্লাশ চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে, সকল অতিরিক্ত ফি ও প্রাইভেট পলিটেকনিক সেমিষ্টার ফি প্রত্যাহার করতে হবে,২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারির কারণে আমাদের এক বছর ক্ষতি হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ড. দীপু মনির কাছে আমাদের আবেদন নিয়ে দ্রুত সিদ্ধান্ত চাই।