গুলশানে ভবনে এসি বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৮

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো আটজন।

আজ বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনের একটি অফিসে আগুন ধরে যায়। বিষয়টি জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘গুলশান দুই নম্বরের ৯৩ নম্বর রোডের ৬ নম্বর ইমপেরিয়াল ফিন্যান্সিয়াল ভবনের আরব আমিরাত দূতাবাসের একটি অফিসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি, এসি বিস্ফোরিত হয়েছে। সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কয়েকজন আহতও হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি এখনো।’

বিস্ফোরণের পর ওই অফিসে আগুনে লেগে যায়। পরে তাঁদের দুটি ইউনিট একযোগে কাজ করে আগুন নেভাতে সক্ষম হয় জানিয়ে রাসেল শিকদার বলেন, ‘তবে এখনো সঠিকভাবে বিস্ফোরণের কারণ জানা সম্ভব হয়নি।’

গুলশান থানার ওসি আবুল হাসান আরো বলেন, এ ঘটনায় দগ্ধ আটজনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।