হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেকটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। জানা গেছে, সেটি চকবাজারের মদীনা আশিক টাওয়ারের ১৪ তলায়। সেখানে অভিযান চলছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ইরফানের বাড়ির কাছাকাছি জায়গা মদীনা আশিক টাওয়ারের ১৭ তলায় যায় র্যাব সদস্যরা।
অভিযানে ওই রুম থেকে দড়ি, হাতুড়ি, রড, গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ টর্চারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
এর আগে ইরফান সেলিমের একটি টর্চার সেলের খোঁজ পায় র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা খবর পেয়েছি ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে। এই ভবনের পাশেই আমরা ইরফানের একটি টর্চার সেল পেয়েছি।